SOMOYERKONTHOSOR

কালকিনিতে পৃথক অভিযানে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পৃথক অভিযানে চালিয়ে নূর করিম, এনায়েত খা ও সোবাহান সরদার নামের তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা এবং ৫১ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

তাদের আটকের খবরে উপজেলার সর্বমহলে স্বস্তি ফিরে আসে। আজ মঙ্গলবার বিকালে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে ও থানার সকল এসআইদের সহযোগীতায় উপজেলার দড়িচড় ও চরদৌলত খা এলাকা থেকে তাদেরকে মাদক বিক্রিকালে হাতে নাতে আটক করা হয়।

আটককৃত নূর করিম দরিচড়-লক্ষিপুর গ্রামের সালাম সরদার, এনায়েত খা চড়দৌলত খা গ্রামের আরজ আলী ও সোবাহান সরদার চড়দরিচড় গ্রামের মিলন সরদারের ছেলে।

এ ব্যাপারে কালকিনি থানার এস আই কাঞ্চন মিয়া বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।