SOMOYERKONTHOSOR

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে মর্মান্তিক মৃত্যু হলো ফুফুরও

নাটোর বাগাতিপাড়া প্রতিনিধি : বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাচানোর চেস্টায় মৃত্যু হয়েছে ফুফুরও। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার তালতলা বিলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা দু’জন হলো ভাতিজা রুহুল আমিন (১৮) ও তার ফুফু পারুল খাতুন (২৫)।

নিহতের পরিবারের সদস্য একরামুল হোসেন জানান,বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলার বিলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে, রুহুল আমিন তার দাদীর ঘরে মোবাইল ফোনের চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়।

এসময় তার ফুফু পারুল খাতুন তাকে রক্ষা গেলে তিনিও বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত পারুল খাতুন মসলেম উদ্দিনের মেয়ে ও নিহত রুহলের ফুপু।

বাগাতিপাড়া মডেল থানা কতৃপক্ষ ও স্থানীয় ইউ পি চেয়ারম্যান মাহাবুব হোসেন মিঠু দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত নিশ্চিত করেছেন। নিহত রুহুল কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ’র একাদশ শ্রেনীর ব্যাবসা শিক্ষা বিভাগের ছাত্র।সহপাঠীর এমন মৃত্যুতে সবাই কলেজে ছাত্র,শিক্ষক,কর্মচারী সবাই গভীর শোকাহত।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, নিজ বাড়িতে দাদির ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুহুল। তাকে বাঁচাতে গিয়ে পারুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় মজুমদার ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।