SOMOYERKONTHOSOR

এবার যমজ বোনের চরিত্রে নিঝুম রুবিনা

বিনোদন প্রতিবেদক: এবার যমজ বোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা নিঝুম রুবিনা। নাম ঠিক না হওয়া এই ছবির পরিচালক বদিউল আলম খোকন। অাগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নিঝুম রুবিনা।

তিনি বলেন, ‘বদিউল আলম খোকন স্যার অনেক বড়মাপের একজন পরিচালক। উনার ছবিতে এমন দুটি চরিত্র পেয়ে আমার অনেক ভালো লাগছে। আবার একটু ভয় করছে কারণ এর আগে এক ছবিতে একটি চরিত্রেই কাজ করেছি। এবারই প্রথম দুটি চরিত্রে দর্শক আমাকে দেখবে।’

দুটি চরিত্র নিয়ে ভয় কিসের জানতে চাইলে নিঝুম বলেন, ‘একই ফ্রেমে দর্শক আমাকে দেখবে শান্ত একটি মেয়ে হিসেবে, আবার ছটফটে মেয়ে হিসেবে। একই ছবিতে এমন দুটি দুই রকমের চরিত্র ফুটিয়ে তোলাটা একটু কষ্টের।’

তিনি আরো বলেন, ‘ছবিটির কাহিনীও বেশ সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। যমজ চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি আশাবাদী ছবিটি আমার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে।’

বদিউল আলম খোকন বলেন, ‘আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু করব। সেই হিসাব করেই ছবির কাজ এগিয়ে যাচ্ছে। ছবির শিরোনাম কী হবে, এখনো তা ঠিক করতে পারিনি। তবে ছবির মূল চরিত্রে অভিনয় করবেন নায়িকা নিঝুম রুবিনা। ছবিতে সে যমজ বোনের চরিত্রে অভিনয় করবে। একটি চরিত্রে দেখা যাবে শান্ত একটি মেয়ে, আরেকটি চরিত্রে দেখা যাবে বেপরোয়া ধরনের একটি মেয়ে। ছবির গল্পটা সুন্দর, আশা করি সবারই ভালো লাগবে।’

এদিকে, আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে নিঝুম রুবিনা অভিনীত চলচ্চিত্র ‘মেঘকন্যা’। ছবিতে তিনি নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। জয়া মিডিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।

সময়ের কণ্ঠস্বর/ এন এটি/