SOMOYERKONTHOSOR

পদ্মায় গোসল করতে গিয়ে পুলিশ কনস্টেবল নিখোঁজ

মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি– লৌহজং থানার মাওয়া পুরাতন ঘাট পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নৌ ফাঁড়ির পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।

সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ জাহিদুল ইসলাম জাহিদ চুয়াডাঙ্গা জেলার ডামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি মাওয়া নৌ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে লৌহজং থানা থেকে ফোন করে কনস্টেবল নিখোঁজের কথা আমাদের জানানো হয়। এরপর আমরা ঢাকা থেকে এসে ডুবুরি সহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেই।’

লৌহজং থানার (ওসি) মো.আনিচুর রহমান বিকেল সাড়ে ৫টায় সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কনষ্টেবল জাহিদ পদ্মা পাড়ে সকালে গোসল করতে গেলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। এখন নিখোঁজ রয়েছে।

সময়ের কণ্ঠস্বর/রবি