SOMOYERKONTHOSOR

নোবিপ্রবিতে নতুন হল প্রভোস্টদ্বয়কে সংবর্ধনা প্রদান

ওহী আলম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন হল প্রভোস্টদ্বয়কে কৃষি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়য়ের কৃষি বিভাগের চেয়ারম্যান অফিসে “বিবি খাদিজা” ছাত্রী হলের প্রভোস্ট ও কৃষি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভুঞা এবং ছাত্রহল “ভাষা শহীদ আব্দুস সালাম” এর প্রভোস্ট ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ গাজী মহসীনকে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত বিভাগের ৩য় ব্যাচের পক্ষ থেকে এ শুভেচ্ছা সংবর্ধনা দেওয়া হয়।

এতে কৃষি বিভাগের রায়হান, ওহী, রনি, লিটন, বিপ্লব, অন্তর, শাওন, জয়, সৌরভ, বেলায়েত, মোর্শেদ, ইভা, সানি, ইউনি, নিপাসহ আরো অনেকে অংশ গ্রহণ করে। এ সময় ড. মোঃ আতিকুর রহমান ভুঞা ও ড. মোঃ গাজী মহসীন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান মনোনীত এ দুইজন শিক্ষককে রেজিস্টার অফিস কর্তৃক গত রবিবার (১৭সেপ্টেম্বর) প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হন ।