SOMOYERKONTHOSOR

পাবনায় দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় সাইদুল ইসলাম (৩৩) ও ভাঙ্গুড়া দিলপাশা ইউনিয়নে আনোয়ার হোসেন (২৫) নামের দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ ভোর রাতে এ দুটি পৃথক ঘটনা ঘটে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কোরবান মোল্লার ছেলে সাইদুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার ভোরবেলায় স্থানীয় গোরস্থানের পাশে তার লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়া হয়। নিহত সাইদুল পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী।

অপরদিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা এলাকার নাজিম প্রাং এর ছেলে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ভোর রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।

ভাঙ্গুড়া থানার এএসআই একরামুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।