SOMOYERKONTHOSOR

পূজার বিশেষ লাইভে বাদশা বুলবুল দেবলীনা সুর

বিনোদন প্রতিবেদক: ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দূর্গাপূজায় বৈশাখী টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজনে থাকছে পূজার বিশেষ ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে।

এ অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বাদশা বুলবুল ও দেবলীনা সুর, কথা বলবেন পূজা নিয়ে। ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে, ভাগ করতে পারবেন পূজার আনন্দ এবং প্রিয়জনকে জানাতে পারবেন পূজার শুভেচ্ছা। অনুষ্ঠান উপস্থাপনা করবেন পারিহা।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১ টায়।

সময়ের কণ্ঠস্বর/ এন এটি/