SOMOYERKONTHOSOR

বশেমুরবিপ্রবির র‍্যাগ ডে ২৪ ও ২৫ অক্টোবর

মোঃ রেজোয়ান হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা সমাপনী ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ ও ২৫ অক্টোবর। এবারের শিক্ষা সমাপনী দিবসের নামকরণ করা হয়েছে উন্মীলিত১৩।

তৃতীয় বারের মতো উদযাপিত হতে চলা এ শিক্ষা সমাপনী দিবসকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী সহ ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলের মাঝে বিরাজ করছে একটি উৎসবের আমেজ। নেয়া হচ্ছে বিভিন্ন রকমের প্রস্তুতি।

এবারের র‍্যাগ ডে এর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এল.আর.বি. ব্যান্ড এবং চিরকুট ব্যান্ডসহ আরো অনেক শিল্পীদের। র‍্যাগ ডে কে সফল ও সুন্দর করতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী বাবুল শিকদার বাবুকে আহবায়ক করে তৈরী করা হয়েছে র‍্যাগ ডে উদযাপন কমিটি। এ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে বাংলা বিভাগের মোঃ আল-আমীনকে। এছাড়াও কমিটিতে রয়েছেন ২১ জন যুগ্ম আহবায়ক ও ৯ জন সদস্য।