SOMOYERKONTHOSOR

আইনজীবীদের সাথে সাক্ষাত করেননি প্রধানবিচারপতি

সময়ের কণ্ঠস্বর ~  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে স্বাক্ষাত করতে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সোমবার (২ অক্টোবর) প্রধান বিচারপতির বাস ভবনে যান সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা।

জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতির সাথে দেখা করতে ৩০ মিনিট অপেক্ষা করেছেন তারা। আগামীকাল ৩ অক্টোবর (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের আইনজীবীদের একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিলো প্রধান বিচারপতির। এজন্য বারের নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি তাদের সাথে সাক্ষাত করেন নি।

এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন একটি জরুরি সভা আহবান করেছেন নেতৃবৃন্দরা।