SOMOYERKONTHOSOR

লাইভে গাইবেন নকুল কুমার বিশ্বাস

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস যিনি অন্য রকম গায়কি দিয়ে দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই। তার গানের কথা, সুর দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে।

তিনি গাইবেন বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে, নিজের পছন্দের গান ছাড়াও গাইবেন দর্শকদের পছন্দের গান, নতুন গান, শোনাবেন ব্যক্তি জীবনের কথা।

ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে। অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১ টায়।

সময়ের কণ্ঠস্বর/এন এটি/