SOMOYERKONTHOSOR

গাজীপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

পলাশ মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, মেহেদী হাসান এলিচ, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, কুতুব উদ্দিন ও যুবদল নেতা বশির উদ্দিন প্রমুখ।

সময়ের কণ্ঠস্বর/রবি