SOMOYERKONTHOSOR

নন্দীগ্রামে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বাহির হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান মাহাফুজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফি উদ্দিন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমূখ।

এ সময় জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী সাবিনা খাতুন, সদস্য শান্তা ইসলাম, মনযু আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।