SOMOYERKONTHOSOR

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় শ্রমিকলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা জাতীয় শ্রমিক লীগ আহব্বায়ক কমিটির আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুবাস পান্ডের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক সুলতান আহম্মেদ ও আফজাল হোসেন। এদিকে দিবসটি উপলক্ষে জেলার ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় পতাকা উত্তোলণ, র‌্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।