SOMOYERKONTHOSOR

ভোলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

এস আই মুকুল, ভোলা প্রতিনিধিঃ ভোলা-চরফ্যাসন সড়কে বোরাক গাড়ী উল্টে গিয়ে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা গাড়ীটি আটক করেছে। নিহত জাহাঙ্গীরের দুটি মেয়ে সন্তান রয়েছে। তার বাড়ি নলডোগা দৌলতখাঁন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় ভোলা টু চরফ্যাসন সড়কের তালতলী নামক স্থানে এদূর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি বোরাকগাড়ী যাত্রী নিয়ে ভোলা শহরে আসছিলো। ঘটনাস্থলে আসলে একটি বাসকে সাইড দিতে গিয়ে গাড়ীটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো: জাহাঙ্গীর আলম নামের এক যাত্রী মারা যায়। আহত হয় আরো অন্তত ৫জন। আহত ও নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা ভোলায় চিকিৎসাধীন রয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করেছে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনেক আশংকাজনক অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে।

সময়ের কণ্ঠস্বর/রবি