SOMOYERKONTHOSOR

মুক্তির ১৪ দিনের মাথায় সাড়ে ৬ কোটি ছাড়িয়ে গেলো ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক, সময়ের কণ্ঠস্বর: গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছিল বহুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির ১৪ দিনের মাথায় এই ছবি আয় সাড়ে ৬ কোটি ছাড়িয়ে। ছবিটির পরিবেশক জাহিদ হোসেন অভি এই তথ্য জানিয়েছেন।

মুক্তির প্রথম দিনই সিনেমাটি প্রদর্শিত হয় ১২২টি সিনেমা হলে। সপ্তাহ শেষে নতুন করে ১৫টি হল যুক্ত হয়ে নতুন-পুরনো মিলে হলের সংখ্যা দাঁড়ায় ১৩০ এ।

সানোয়ার সানীর গল্পে ও দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন, আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, সৈয়দ হাসান ইমাম, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ।