SOMOYERKONTHOSOR

মালয়েশিয়ায় ভূমিধসে ৩ শ্রমিকের মৃত্যু, ১১ বাংলাদেশি নিখোঁজ

প্রবাসের কথা ডেস্ক, সময়ের কণ্ঠস্বর: মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভূমিধসের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ ১১ শ্রমিক নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিকদের দুজন ইন্দোনেশীয়। অন্যজন মিয়ানমারের নাগরিক। আটকে পড়াদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা বলে আশঙ্কা করা হচ্ছে।

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোক্তার জানান, ভূমিধসের ঘটনায় যারা আটকা পড়েছেন তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক।

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিল মেয়র দাতুক মাইমুনা বলেছেন, কি কারণে ভূমিধসের ঘটনা ঘটলো তা বুঝতে পারছিনা। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।

ঘটনাস্থলে দুটি ৪৯ তলা বিল্ডিং নির্মাণের কাজ চলছিল বলে খবরে বলা হয়েছে।