SOMOYERKONTHOSOR

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিবেদক, সাভারঃ আশুলিয়ায় নরসিংহপুর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত টিটু মিয়া (২৫) বাগেরহাট জেলার চিতলমারী থানার পশ্চিম বানিয়া গ্রামের সেকান্দার ফকিরের ছেলে। সে বর্তমানে নরসিংহপুর এলাকায় বসবাস করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদশক (এসআই) মুকিব হাসান জানান, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নরসিংহপুর এলাকায় মাদকের এক বড় চালান এসেছে। তারই ভিক্তিতে নরসিংহপুরের নদী ফিলিং ষ্টেশনের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

সে দীর্ঘদিন যাবত ঐ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের কণ্ঠস্বর/রবি