SOMOYERKONTHOSOR

শিবগঞ্জে পিস্তল-গুলিসহ একজন আটক

মো. কামাল হোসেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও চারটি রিভলবার ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও একটি রামদাসহ মজনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।

আটককৃত মজনু মিয়া হচ্ছেন শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া মোল্লাটোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাকপাড়া মোল্লাটোলা গ্রামের মজনু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে একটি সিমেন্টের ব্যাগে পাওয়া যায় আগ্নেয়াস্ত্রগুলো।

অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল তবে সেগুলো কোথায় পাঠানো হচ্ছিল তা জানতে পারেনি বিজিবি। আটক মজনু মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের কণ্ঠস্বর/রবি