SOMOYERKONTHOSOR

আত্রাইয়ে প্রায় এক মাস ধরে যুবক নিখোঁজ

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মোঃ আশেক আলী (৪০) নামের এক মানসিক রোগী গত প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোন সন্ধান পায়নি।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ যুবক উপজেলার মদনডাঙ্গা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। তার শ্যামবর্ণ গায়ের রং, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।

এ ব্যাপারে নিখোঁজ আশেক আলীর বোন মোছাঃ আশেদা বিবি গত ১২ নভেম্বর আত্রাই থানায় জিডি করেন যার নং-৪৩৭। আদরের ভাইকে প্রায় এক মাস ধরে তাদের কাছে না পেয়ে বাবা-মা ও আত্মীয় স্বজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ বা সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭৬২-৫৭৬৬৯০ নাম্বারে খোঁজ দেওয়ার আকুল আবেদন জানিয়েছে তার অভিভাবকরা।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, নিখোঁজ আশেক আলীর সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

সময়ের কণ্ঠস্বর/রবি