SOMOYERKONTHOSOR

হঠাৎ কেন পুরুষ সাজলেন সানি লিওন?

বিনোদন ডেস্ক- সব সময়ই মোহময়ী সানি লিওন। বলিউডে তাঁকে নিয়ে হাজারো জল্পনা, সমালোচনা। কিন্তু সৌন্দর্যের জাদুতে অনেক নামিদামি অভিনেত্রীদের পেছনে ফেলে দিয়েছেন। এবার সেই অভিনেত্রী আলোচনায় আসলেন ভিন্ন এক কারণে।

শরীরে কালো পোশাক। জামার উপর পরনে জ্যাকেট। রাগী রাগী চোখে তাকিয়ে আছেন সামনের দিকে। মুখের কাছে রাখা মাইক্রোফোন। দেখে মনে হবে এ নিশ্চয় কোনও পুরুষের ছবি। তবে সত্যিটা অন্যকিছু। এই ছবিটি সানি লিয়নের। অভিনেত্রী নিজের পুরুষ বেশের ছবিটি টু্ইটারে শেয়ার করছেন।

তার হট লুকের ছবি ঘোরাফেরা করে ইন্টারনেট দুনিয়ায়। তবে পুরুষ লুকের ছবি পোস্ট এই প্রথম। হঠাৎ পুরুষ সাজতে গেলেন কেন সানি, এই প্রশ্ন নিয়ে ভক্তরা হামলে পড়ছে ইনস্টাগ্রামে। উত্তর দেননি সানি। ছেলে সাজার যে ভিডিওটি পোস্ট করেছেন তার ক্যাপশনে লিখেছেন, পুরুষ হওয়া খুব সহজ কাজ নয়।

আরবাজ় খানের সঙ্গে তেরা ইন্তেজার ছবিতে অভিনয় করেছেন সানি। তিনিই ছবির নায়িকা। কয়েকদিন আগে ছবির একটি আইটেম সঙ্গ্ সামনে আসে। সেই গানে সানিকে আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গেছে। ভালো করলে খেয়াল করলে দেখা যাবে, ওই গানটিতেই পুরুষের লুকেও ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই মেকআপের ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ছবি নিয়ে সানি আরও জানিয়েছেন, পুরুষ সাজার পর তাকে তার বাবা ও ভাইয়ের মতো দেখাচ্ছিল।

সময়ের কণ্ঠস্বর/রবি