SOMOYERKONTHOSOR

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধি:
হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (এমপি’র) উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত্য হয়।
১৩ নভেম্বর সোমবার দুপুরে শহরের চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু,মো:ফুরকান উদ্দীন,আব্দুল কাদির সানু,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ।
বক্তারা এসময় বলেন, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (এমপি’র) উপর নগ্ন হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।