SOMOYERKONTHOSOR

শাকিবের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- ঢালিউডের শীর্ষ নায়ক ‘শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ঘর ভেঙে যাচ্ছে’। গেল কয়েকদিন ধরে গণমাধ্যমে এমন খবর ঘুরে বেড়াচ্ছে। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

শাকিবের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে অপু বিশ্বাস বলেন, আপনারা যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্ত আমার ব্যক্তিগত। আমি এ ব্যাপারে এখানে বসে কোনো কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে তখন অবশ্যই আমি আপনাদের নক করব।

ডিভোর্সের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা সম্পূর্ন ব্যক্তিগত তো তাই ডিভোর্সের সম্ভাবনা আছে কি নেই তার কোনোটাই এখন আমি ক্লিয়ার করতে চাচ্ছি না। কারণ ইতিমধ্যে অনেক পোর্টালে এরমকই এসেছে যে আমার হাজব্যান্ড শাকিব খান সিনেমা নিয়ে ব্যস্ত এবং আমি এগুলো কিছু জানি না। এটা আপনারা অনেক অনলাইন পোর্টালে দেখেছেন তাই এক্ষেত্রে এখানে ব্যক্তিগত কোনো কথা বলতে চাই না।

তিনি বলেন, ‘ডিভোর্সের খবর প্রকাশের পর থেকে সবাই আমার কাছে তথ্য জানতে চাইছেন। কিন্তু কেন? আমি তো ডিভোর্সের কথা বলিনি। যেহেতু খবরটা ছড়ানো হয়েছে শাকিব ডিভোর্স দেবে সেহেতু তার কাছেই সবার জানতে চাওয়া উচিত। পুত্র-সংসার নিয়ে আমি খুশি। আমার এ ধরনের কোনো ভাবনা নেই। আর শাকিবের আছে বলেও আমি বিশ্বাস করি না। সেও ছেলেকে অনেক ভালোবাসে।’

স্ত্রী হয়েও স্বামীর অপছন্দের লোকদের সঙ্গে ওঠাবসা করেন অপু, এমন অভিযোগ শাকিবের। পাশাপাশি আলোচনা উঠেছে শাকিবের অনুমতি ছাড়া সিনেমা করার কারণেই অপুর ওপর চটেছেন শাকিব। এই ব্যাপারে অভিমত জানতে চাইলে অপু বললেন, ‘এখানে চটে যাবার কিছু দেখছি না। বিশ্বের অনেক তারকাই বিয়ের পর তার কাজ চালিয়ে যাচ্ছে সফলভাবেই। শাকিব নিজেও তো কাজ করছে। বিয়ে করলেই অভিনয় করা যাবে না- এমন তো কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার যদি চাহিদা না থাকে আপনি চাইলেও কাজ করতে পারবেন না। দর্শক চায় আমি ফিল্মে ব্যাক করি। সে জন্যই আমাকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়েছেন। এটা তো শাকিবের খুশি হবার বিষয়। আমার মনে হয় শাকিবের দেশে ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। তার আগে এই বিষয়টি নিয়ে মুখরোচক কোনো কিছু না ছড়ালেই খুশি হবো।’

শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক কেমন যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘‘তার সঙ্গে সম্পর্ক পূর্বের মতই। সে দীর্ঘ দিন থেকে দেশের বাহিরে। কখনো লন্ডন, কখনো কলকাতায় শুটিং নিয়ে ব্যস্ত। তার ব্যস্ততা অনেক বেশি। তাই চাইলেও সব সময় কাছে পাওয়া যায় না। আমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে। বাহিরে যা শোনা যাচ্ছে তা ঠিক নয়।’’

রবি