SOMOYERKONTHOSOR

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আ.ম আরীফুল হক, হাওর অঞ্চল, কিশোরগঞ্জ থেকেঃ গত ১২ নভেম্বর রবিবার সময়ের কন্ঠস্বরে প্রকাশিত “কুলিয়ারচরে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন, তার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। মূলত সেদিন সে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখতে কেন্দ্রের কাছে গিয়েছিলেন। কোন প্রশ্নপত্র ফাঁস কিংবা কোন সাজেশন দেবার জন্য তিনি সেখানে যাননি। তিনি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি নিয়ে প্রতিবেদক বলেন, আমার কাছে একাধিক ব্যাক্তি গত ২/৩ দিনে অভিযোগ করে বলেছেন, কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়মিত প্রশ্নপত্র ফাঁস করে যাচ্ছে একটি চক্র। সে সুবাদে গত রবিবার সরেজমিনে তদন্ত করতে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা হলে প্রবেশ না করে বিভিন্ন দলে দলে গোল হয়ে কি যেন লিখছে ও বলছে। তাদের একটি দলে উক্ত শিক্ষক কে মোটর সাইকেলে বসা একটি দলে মোবাইল হাতে টিপতে ও শিক্ষার্থীদের কিছু লিখতে দেখা গেছে।

সময়ের কণ্ঠস্বর/রবি