SOMOYERKONTHOSOR

ময়মনসিংহে জাপা ও যুবলীগের মধ্যে সংঘর্ষ, আহত ৯

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ প্রতিনিধি– ময়মনসিংহে জাপা ও যুবলীগ সমর্থকদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৯জন।

সোমবার রাতে শহরের চামড়া গুদাম এলাকায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস তালুকদার এবং মহানগর যুবলীগের সদস্য শাওনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুদ্ধ শাওনের লোকজন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, এখন পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সময়ের কণ্ঠস্বর/রবি