SOMOYERKONTHOSOR

বুড়িচংয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৪ নভেম্বর মঙ্গলবার বুড়িচং উপজেলা কমপ্লেক্স চত্বরে চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   ইমরুল হাসান।

অর্ধ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের মাধ্যমে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবা অফিসার মো. শহীদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাসান আহাম্মদ কামরুল,  কনসালটেশন ফিজিও থেরাপি ডা: রাশেদুল কবির। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. ইউনুসের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন।