SOMOYERKONTHOSOR

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি- সুন্দরবনের শরণখেলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে আব্বাস বাহিনীর দুই জলদস্যু নিহত হয়েছে। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শরণখোলা রেঞ্জের বোলেশ্বর নদীর কাতলার খালে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৮-এর ভাষ্যমতে, নিহত দুজন হলেন আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সদস্য রুহুল আমিন।

র‌্যাব ৮-এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব ৮-এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের বোলেশ্বর নদীর কাতলার খাল এলাকায় অভিযান শুরু করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যুরা তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে দুজনের মৃতদেহ দেখতে পায়। এ সময় বনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

সময়ের কণ্ঠস্বর/রবি