SOMOYERKONTHOSOR

কুড়িগ্রামে বাঁধে আশ্রিত ভুমিহীনদের বাসস্থানের জন্য খাসজমির দাবী

ফয়সাল শামীম, নিজস্ব প্রতিবেদক- কুড়িগ্রামে নদী ভাঙনের শিকার বাঁধে আশ্রিত ভুমিহীনদের উচ্ছেদের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নোটিশ প্রদান করার প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভুমিহীন মানুষেরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করছে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে পরপর তিন দিন মানববন্ধন করেছে। ভুমিহীনদের পক্ষে বৃদ্ধ মহির উদ্দিন (৭৫) শমসের আলী (৬৫) ও খাতেমন বিবি তাদের হতভাগ্য জীবনের মর্মান্তিক চিত্র তুলে ধরেন।

তারা বলেন, বিভিন্ন সময়ে নদী ভাঙনের শিকার হয়ে ২৩৮টি ভুমিহীন পরিবার শহর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়ে বসবাস করে আসছে। দীর্ঘ ২৫ বছর ধরে এখানে আশ্রিত হিসেবে থাকলেও সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে ধরলা নদীর ডানতীরে অবস্থিত কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম ও ভেলাকোপা মৌজার অধিগ্রহনকৃত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গায় ঘড়বাড়ী আগামি ১০ দিনের মধ্যে ভেঙ্গে নেয়ার জন্য দু’দফা নোটিশ প্রদান করেছে।

ভুমিহীনরা তাদের জন্য খাসজমির ব্যবস্থা করে সকলের বাসস্থান নিশ্চিত করার দাবি জানান।

সময়ের কণ্ঠস্বর/রবি