গাজীপুর প্রতিনিধি- বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। নিহত ওই মুসল্লির নাম নূরহান বিন আব্দুর রহমান (৫৫)। তিনি মালয়েশিয়ার নাগরিক।
বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা মো. গিয়াস উদ্দিন জানান, তিনি বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ নিয়ে ইজতেমায় এক বিদেশিসহ ৪ মুসল্লি ইন্তেকাল করেছেন।
সময়ের কণ্ঠস্বর/রবি