SOMOYERKONTHOSOR

সোহরাওয়ার্দী উদ্যানে দর্শক মাতাতে প্রস্তুত আইয়ূব বাচ্চু, মিলা ও দূরবীন

বিনোদন আপডেট ডেস্ক-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দর্শক মাতাতে প্রস্তুত আইয়ূব বাচ্চু, কণ্ঠশিল্পী মিলা ও ব্যান্ডদল দূরবীন। আগামী ২ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজন করেছে ‘স্বাধীনতা কনসার্ট-২০১৮’।

জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় শুরু হবে স্বাধীনতা কনসার্ট ২০১৮। আইয়ূব বাচ্চু-দূরবীন ব্যান্ড ছাড়াও কনসার্ট মাতাবে কণ্ঠশিল্পী মিলা, মডেল অন্তু করিমসহ একঝাঁক তারকা।

এ প্রসঙ্গে শিল্পী আইয়ূব বাচ্চু বলেন, অনেকদিন সোহরাওয়ার্দী উদ্যানে গান করা হয় না। আগামী ২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে থাকবো। আসলে শো তো নিয়মিতই করা হয়। বিভিন্ন স্থানে এখনো কনসার্টে অংশ নিচ্ছি। এখনকার কনসার্ট, গান-গিটার বাজানো ও শোনানোর ক্ষুধাটা সমানভাবে মেটাচ্ছি। এই কনসার্ট নিয়েও সেরকম পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ গান-গিটার দুটোই উপভোগ করে।