SOMOYERKONTHOSOR

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

সময়ের কণ্ঠস্বর- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এই আবেদন করেছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। দুপুরে চেম্বার আদালতে বিষয়টি শুনানি হতে পারে বলে তিনি জানান।

দুদকের প্রতিক্রিয়ার বিষয়টি সোমবার জামিন মঞ্জুর হওয়ার পরই আঁচ করা গিয়েছিল। কেননা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আটক খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের চার মাসের জামিন আদেশ ঘোষিত হওয়ার পরই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।

আদালতের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আদেশ স্থগিত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় গতকাল সোমবার চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের এই আদেশ দেন।

রবি