SOMOYERKONTHOSOR

প্রত্যাশিত জয় পেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্কঃস্টোক সিটির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে সিটিজেনরা।

স্টোক সিটির মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। ফলে গোলের দেখা পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি সিটিজেনদের। মাত্র ১০ মিনিটে লিড পায় অতিথিরা। সিটির হয়ে গোল করেন ডেভিড সিলভা।

এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। সিটিজেনদের হয়ে নিজের জোড়া গোল পূরণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। পরে ম্যাচে আর কোন গোল না হওয়ায় প্রত্যাশিত জয় নিয়ে ঘরে ফেরে ম্যানচেস্টার সিটি।

সময়ের কণ্ঠস্বর/ফয়সাল