SOMOYERKONTHOSOR

জনসনের মাথায় ১৬টি সেলাই

স্পোর্টস ডেস্কঃঅস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

 গতকাল সোমবার অনুশীলনের সময় মাথায় মারাত্মকভাবে আঘাত পান তিনি।

পাকিস্তান সুপার লিগে খেলতে না গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জনসন। এই অনুশীলন চলাকালেই ভয়ানক এই আঘাতের শিকার হন তিনি।

আঘাতের নিজেই জানিয়েছেন জনসন। বর্তমানে শারীরিক অবস্থা বেশ ভালো। তবে আঘাতটির ধরণ বেশ গুরুতরই ছিলো। দ্রুত শল্যবিদের ছুঁড়ির নিচে চলে যাওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি তার।

খিলে ধাক্কা লেগে আঘাত পাওয়ার পর জনসনের মাথায় ১৬টি সেলাই পড়ে। তবে অস্ত্রোপচারের ভালোই আছেন এই ফাস্ট বোলার। থাম্বস আপ চিহ্ন দেখিয়ে নিজেই পোস্ট করেছেন নিজের ছবি।

মাথায় আঘাত পেয়ে ইনজুরির শিকার হওয়ার কথা জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে জনসন উল্লেখ করেন, ‘রক্ত এবং কাঁটাছেঁড়া ভালো না লাগলে ছবিগুলো দেখবেন না!’ পরক্ষণেই সবাইকে স্বস্তি এনে দিয়ে জনসনের দাবি, ‘আমি সুস্থ আছি।’

আইপিএলের এবারের আসরে জনসন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

সময়ের কণ্ঠস্বর/ফয়সাল