SOMOYERKONTHOSOR

কেবিন ক্রু নাবিলা জীবিত না মৃত ?

সময়ের কন্ঠস্বর ডেস্ক:বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা এখনো নিখোঁজ রয়েছে। যদিও নাবিলা জীবিত না মৃত, তা নিশ্চিত হতে পারেনি না তার স্বজনরা। এছাড়া কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মৃত ও জীবিতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও নেই নাবিলার নাম।

নাবিলার স্বজনরা জানান, সোমবার দুপুরের ফ্লাইটে নেপাল যাওয়ার কথা ছিল নাবিলার এবং তার ফোনটি দুপুর থেকেই বন্ধ। বিধ্বস্ত উড়োজাহাজে সাধারণ যাত্রী, পাইলট ও ক্রু’দের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৩৫ ও ৩৬ নম্বর নামে ভুল থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন নাবিলার বড় ভাই নাদিম সরকার।

তালিকায় থাকা ৩৫ নম্বরে মি. খাজা হুসাইন (ক্রু) যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পরের নামটি কে.এইচ.এম শাফি (ক্রু)। ৩৫ ও ৩৬ নম্বরে একই ব্যক্তির নাম দু’বার এসেছে বলে সন্দেহ করছেন তিনি। মি. খাজা হুসাইন এর সংক্ষিপ্ত রুপ কে.এইচ.এম বলে ধারণা করছেন তিনি। তার ধারণা ৩৬ নম্বর নামটি হবে তার বোনের।

সময়ের কণ্ঠস্বর/ফয়সাল