SOMOYERKONTHOSOR

মেসির ম্যাজিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্কঃগোল করেছেন, আরেক গোলে রেখেছেন অবদান। লিওনেল মেসির জোড়া নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

মেসির এক গোলের সঙ্গে অন্যটি পাকো আলকাসারের। যে গোলেও অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ে লা লিগা টেবিলে নিজেদের শীর্ষস্থানটা আরও মজবুত করলো বার্সা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট কাতালান জায়ান্টদের। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৬৪ পয়েন্টে আছে দুইয়ে।

ন্যু ক্যাম্পে ৮ মিনিটেই পাকো আলকাসারের গোল এগিয়ে দেয় বার্সাকে। মেসির পাস ফাঁকায় পান জর্ডি আলবা। তার উড়িয়ে দেয়া বলে পা ছুঁয়ে গোল করেন আলকাসার।

ম্যাচের ৩০ মিনিটে বিলবাওকে ম্যাচ থেকে ছিটকে দেয় মেসির গোল। সঙ্গে নিশ্চিত হয় জয়ও। ডানপ্রান্ত দিয়ে উসমানে ডেম্বেলের পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। চলতি লা লিগায় এটি মেসির ২৫তম গোল।

বিলবাও ম্যাচ হারতে পারতো আরও বড় ব্যবধানে। ৫৫ মিনিটে মেসির শট ফিরেছে বারে লেগে। তিন মিনিট পর ফিলিপে কৌতিনহোর জোরাল শট ফিরিয়ে দেন অতিথি গোলরক্ষক কেপা। তাতে ব্যবধান না বাড়লেও হাসিমুখেই মাঠ ছেড়েছেন মেসি-সুয়ারেজরা।

সময়ের কণ্ঠস্বর/ফয়সাল