SOMOYERKONTHOSOR

কারাগার থেকেই বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন খালেদা

সময়ের কন্ঠস্বর ডেস্ক:নাজিম উদ্দীন রোডস্থ পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার এ শুভেচ্ছা বার্তা গণমাধ্যমে পৌঁছে দেন।
এসময় রিজভী বলেন, গতকাল জ্যেষ্ঠ আইনজীবী সানাউল্লাহ মিয়া সহ আইনজীবীরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন। এসময় খালেদা জিয়া তাদের মাধ্যমে দেশবাসী, দলের নেতাকর্মী, গণমাধ্যমের কর্মী সহ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন।
আগামীকাল দুপুর আড়াইটার সময় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট পহেলা বৈশাখের অনুষ্ঠান করবে বলেও জানান রিজভী।

সময়ের কণ্ঠস্বর/ফয়সাল