SOMOYERKONTHOSOR

হার্ট ইনস্টিটিউট’র সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

মো: আলা উদ্দিন, চট্রগ্রাম থেকে: গত কাল সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর উপস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ চুক্তির মধ্য দিয়ে অত্র ইনস্টিটিউটে অতি সহজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্য সেবা গ্রহণ করতে সক্ষম হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সম্মানার্থে উক্ত ইনস্টিটিউট চসিককে এ সুযোগ দিল।

চুক্তিতে স্বাক্ষর করেন এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট এর পক্ষে ফ্যাসিলিটি ডাইরেক্টর বিনোদ সিং ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। সমঝোতা স্মারকে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও ডা. ইমাম হোসেন এবং এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট এর পক্ষে সহকারী ম্যানেজার রাম প্রসাদ সুশীল, বিজনেস প্রমোশন অফিসার তানভীর সরওয়ার খান, অফিসার মো. তাজুল ইসলাম।