SOMOYERKONTHOSOR

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সিরাজুল ইসলাম শিশির.সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে। আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।

সকাল ৯টায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলায় এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঢাকা থেকে মামুন এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাওয়ার পথে খালকুলায় একটি পিকআপভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও দুই জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।