SOMOYERKONTHOSOR

মরদেহ হিমঘরে, মায়ের উপস্থিতি নিশ্চিত হলে ‘বুধবার’ তাজিনের দাফন

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সর্বশেষ তার অনুভূতির কথা লিখেছিলেন। সেখানে বলেছিলেন, ‘ভালো লাগা মুহূর্তগুলো সবসময় স্মৃতি হয়ে যায়’। এমন কথা লেখার ১২ ঘণ্টার মাথায় তিনি আজ (২২ মে) নিজেই স্মৃতির খাতায় নাম লেখালেন।

নিয়মিত অভিনয় করেননি তাজিন আহমেদ। কিন্তু দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছিলেন। অনেক দর্শকের ভালো লাগার এ প্রিয় অভিনেত্রী এখন নিজেই স্মৃতি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন ক্ষণজন্মা এই অভিনেত্রী।

২২ মে রাতে এই অভিনেত্রীর মরদেহ রাখা হয়েছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে। অন্যদিকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কাল (২৩ মে) আছরের নামাজের পর।

নাট্যদল আরণ্যক এর প্রধান নাট্যজন মামুনুর রশীদ জানান, তাজিন আহমেদের মায়ের উপিস্থিতি নিশ্চিত করার পর তার দাফন সম্পন্ন হবে। আজ রাতে তাজিন আহমেদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।