SOMOYERKONTHOSOR

মঠবাড়িয়ার সজিবের স্বপ্ন পূরণ হবে কি?

এস.এম. আকাশ, সিনিয়র করেসপন্ডেন্ট, মঠবাড়িয়া :: মাহামুদুল হাসান সজিব নানা প্রতিকুলতার মধ্যে পড়াশুনা করে এ বছর প্রত্যন্ত অঞ্চলের মঠবাড়িয়া উপজেলার বেতমোড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছে। ভাল ফলাফলের পরও সজিবের মুখে হাসি নেই। কারণ, দারিদ্র্যতার বিরুদ্ধে টিকে থাকার জন্য যাকে করতে হয় নিত্যযুদ্ধ সে কলেজে পড়ার খরচ জোগাবে কোথা থেকে?

বাবা শফিকুল ইসলাম একজন বৃদ্ধ অসহায় মুক্তিযোদ্ধা। তার ভাতায় দুই ভাইয়ের লেখাপড়া ও সংসারের খরচ চলেনা। বড় ভাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র। সজীবও ভাল কলেজে পড়াশুনা করে ভবিষ্যতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন। কিন্তু দারিদ্র্যতাই সে পথে হয়ে দাড়িয়েছে।

বেতমোড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন ফয়সাল বলেন, অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের এই শিক্ষার্থীকে সমাজের বিত্তবানরা একটু সহযোগিতার করলে ভবিষ্যতে হয়তো তার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। তার পশিক্ষা জীবনে সারথী হতে চাইলে প্রধান শিক্ষক সাইফুদ্দিনের সাথে ০১৭৪৫১৫৫০০৫ এই নাম্বারে  যোগাযোগ করতে পারেন।