SOMOYERKONTHOSOR

প্রেমিককে বাঁচাতে স্বামীর হাতে শাখা-সিঁদুড় ধরিয়ে দিয়ে হাসপাতালে প্রেমিকা !

আন্তর্জাতিক ডেস্ক :: প্রেম ছিল দীর্ঘদিনের। কিন্তু কোনওভাবেই পরিণতি পাচ্ছিল না সেই সম্পর্ক। পথের কাঁটা হচ্ছিলেন প্রেমিকার স্বামী। তাই বিষ খায় এক প্রেমিক। আর সেই খবর শুনে প্রেমিককে দেখতে স্বামীকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছোটেন সাবেক প্রেমিকা। এখানেই শেষ নয়, হাসপাতালে প্রেমিকের বেডের সামনে দাঁড়িয়েই হাতের শাঁখা খুলে স্বামীর হাতে ধরিয়ে দেন ওই মহিলা। ভারতের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ঘটে এ ঘটনা।

জানা গেল, হুগলির ধনেখালির দেধারা গ্রামের পূজা দাসের সঙ্গে মান্তু দাসের দীর্ঘ দিনের প্রেম ছিল। গত শনিবার পুড়শুড়ার কেলেপাড়ার বাসিন্দা হেমন্ত ভৌমিকের সঙ্গে বিয়ে হয় পূজার। চাষবাস করেই দিন যেতো হেমন্তের। কিন্তু পূজার বিয়ে মন থেকে মেনে নিতে পারেননি মান্তু, মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বৃহস্পতিবার নিজের বাড়িতেই বিষ খান তিনি। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মান্তুকে। খবর পেয়ে স্বামীকে নিয়েই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ছুটে যান পূজা।

মান্তুর বেডের সামনে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন পূজা। চিকিৎসক নার্স সকলের সামনেই নিজের মনের কথা স্বামীকে খুলে বলেন পূজা। সঙ্গে খুলে দেয় নিজের হাতের শাঁখাও। এরই মধ্যে মান্তুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভালোবাসাকে বাঁচাতে এখন তার সঙ্গেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পূজা।