
এইচ এম মেহেদী হাসানাত, ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ- গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় সামচুন্নাহার বেগম (৫৫) নামে এক নারী নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর বাড়ি ফরিদপুর জেলার শালতা এলাকায়।
তিনি তার স্বামী মোঃ আকরাম আলী শেখ ও অন্যদের সাথে একটি প্রাইভেটকারে করে কাশিয়ানীর রামদিয়া বাজার এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিলছাড়া এলাকায় পৌছালে তাদের কারের সামনের চাকা ফেঁটে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
ফলে ঘটনাস্থলেই ওই মহিলা নিহত ও অপর ৪জন আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।