
সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডা এবং ধাক্কাধাক্কিতে মো. সাহাবুল হক (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একই বাজারের পুর্ব পার্শ্বে একটি হোটেলের পিছনে পিয়াজু খাওয়াকে কেন্দ্র করে মদনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী শাহাবুল এর সাথে পিয়াজু দোকানদার সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়।
এরই এক পর্যায়ে প্রতিবেশী দোকানের কর্মচারী শাহ জামাল এসে ওই সাহাবুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী সাহাবুল ইসলাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে সাহাবুল হককে তাদের আত্মীয় স্বজনেরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনীন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাহাবুল পূর্ব থেকেই হার্টের সমস্যায় ভূগছিলেন বলে পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবীর।
এছাড়া পারিবারিকভাবে কোন মামলা বা অভিযোগ না দেয়ায় নিহতের মরদেহ থানায় আনা বা ময়নাতদন্ত করার প্রাথমিকভাবে প্রয়োজন নেই বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।