
সময়ের কণ্ঠস্বর, ঢাকা- আগামী রোববার (১৪ জুলাই) সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার ফলোআপ চিকিৎসা করা হবে। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের এই তথ্য জানান।
এর আগে টানা দুই মাস চিকিৎসা শেষে গত ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছেন। গেলো ৩ মার্চ ভোরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি।
এ সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় সরকারের এই প্রভাবশালী মন্ত্রীকে।