
সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ একদিন পরই অগ্রহায়ণ মাস শুরু হবে। শীত শুরুর এই সময়ে তাপমাত্রা কমতে থাকবে এটাই তো স্বাভাবিক। আর হচ্ছেও তাই। তবে আগামী দুই দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ১ নভেম্বর থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। বুধবারও কম ছিল তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ১২ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।