SOMOYERKONTHOSOR

কক্সবাজা‌রে পুলি‌শের গু‌লি‌তে সা‌বেক সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নামে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া শাপলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

৫০ তম বিএমএ লং কোর্সের সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান এক সময় স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) কর্মরত ছিলেন।

ঘটনার বিষয়ে কক্সবাজারের পু‌লিশ সুপার এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে জা‌নান, শাপলাপুরের লোকজন একটি গা‌ড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পু‌লিশকে খবর দেয়। এই সময়ে চেকপোস্টে গা‌ড়ি‌টি থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু গা‌ড়ির আরোহী একজন তার পিস্তল বের করে পু‌লিশকে গু‌লি করার চেষ্টা করে। আত্মরক্ষা‌র্থে পু‌লিশ গু‌লি চালায়। এতে ওই ব্যক্তি মারা যায়।

এস‌পি জানান, এই ঘটনায় দু‌টি মামলা হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে। পু‌লিশ পিস্তল‌টি জব্দ করেছে। এছাড়া গা‌ড়িতে তল্লাশি করে ৫০টি ইয়াবা, কিছু গাঁজা এবং দুটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নিহত অবসরপ্রাপ্ত মেজর রাশেদ এক‌টি তথ্যচিত্র ধারণের কাজে এক নারী ও অপর ৩ পুরুষ সঙ্গীসহ গত এক মাস ধরে হিমছ‌ড়ির এক‌টি রেস্টহাউজে অবস্থান কর‌ছিলেন বলে জানান এসপি।