এইমাত্র
  • বৃষ্টির জন্য কু‌ড়িগ্রা‌মে সালাতুল ইসতিসকার নামাজ আদায়
  • ‘উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা’
  • ঘাটাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
  • কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে গা‘জায় গণহত্যা বন্ধ হবে না: এরদোগান
  • ঈদ স্পেশাল বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, কক্সবাজারে যোগাযোগ বন্ধ
  • তীব্র গরমে বেনাপোল বন্দরে পঁচছে আমদানি করা ৩৭০ টন আলু
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জ্যামাইকার
  • ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
  • অবশেষে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
  • আজ বুধবার, ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

    বিশ্বকাপের পদক রোমাকে দিয়েছেন দিবালা

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম

    বিশ্বকাপের পদক রোমাকে দিয়েছেন দিবালা

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম

    ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রাখে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু বিশ্বকাপ যাত্রায় নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার দেশ সৌদি আরবের বিপক্ষে হেরে হোঁচট খায় আলবিসেলেস্তেরা। এরপর একে একে প্রত্যাবর্তনের রেকর্ড গড়ে শেষ পর্যন্ত ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা ঘুচায় ল্যাতিনের দেশটি।

    মেসি-দিবালাদের সবচেয়ে বড় অর্জন যে এই শিরোপা তাতে কোনো সন্দেহ নেই। তবে শিরোপা জয়ে মাঠে নিজের ভূমিকা মেলে ধরতে পারেননি বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালা। কেননা তিনি যে ম্যাচ খেলতে পারেননি তেমন একটা। যাও পুরো আসরে দুইবার নেমেছিলেন সেটিও সাব হিসেবে।

    ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে দ্বিতীয় শটটি থেকে গোল আদায় করে নেন রোমার এ সুপারস্টার। বিশ্বকাপের আগেই জুভেন্টাসের সঙ্গ ত্যাগ করে রোমায় যোগ দেন দিবালা। ১২ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট।

    বিশ্বকাপজয় শেষে দলে যোগ দিয়ে ক্লাব রোমা থেকে বড় ধরণের সংবর্ধনা পেয়েছেন ২৯ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা। রোমা যেভাবে তাদের বিশ্বকাপজয়ী তারকাকে বরণ করে এমনটা অনেক ফুটবলারের ভাগ্যেই জুটে না।

    তাইতো রোমার এ ভালোবাসার প্রতিদান দিতে অদ্ভূত এক সিদ্ধান্ত নিয়েছেন দিবালা। বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে পাওয়া গোল্ড মেডেলটি তিনি দিতে দিচ্ছেন রোমার জাদুঘরে। যেখানে ক্লাবটির অন্যান্য ঐতিহাসিক স্মারকের সঙ্গে সাধারণ ভ্রমণকারীরা দেখতে পাবেন তার বিশ্বকাপ পদকটিও।

    নিজেদের ভেরিফাইড অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রাম পোস্টে রোমা জানায়, পাওলো দিবালা তার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মেডেলটি ক্লাবের আর্কাইভে রাখার জন্য দিয়েছেন।

    তবে দিবালা পদকটি দেয়ার ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন। সেটি হচ্ছে তিনি যতদিন ক্লাবে থাকবেন পদকটি ততদিন রোমার কাছে থাকবে। প্রয়োজনে তিনি যে কোনও সময় পদকটি নিতে পারবেন। আর ক্লাব ছাড়লে তিনি পদকটি সঙ্গে করে নিয়ে যাবেন।

    সূত্র: ফুটবল ইতালিয়া, রোমা প্রেস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…