এইমাত্র
  • রমজানে ৫০ টাকারও মাংস বিক্রির ঘোষনা দিলেন ব্যবসায়ী
  • বৃষ্টি জয় কেড়ে নিলো বাংলাদেশের
  • বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: ওবায়দুল কাদের
  • ধর্ষণকারী হিসেবে অস্ট্রেলিয়া পুলিশের নথিতে শাকিব খানের নাম
  • আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ: আইজিপি
  • বাংলাদেশি পণ্যের নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসিয়ে ‘কোপার’ শিরোপা জিতল ব্রাজিল
  • গুলশান থানার ওসির বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ
  • ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • সে অন্যায় করছে, তার সঙ্গে মিমাংসার প্রশ্নই আসে না : শাকিব খান
  • আজ মঙ্গলবার, ৬ চৈত্র, ১৪২৯ | ২১ মার্চ, ২০২৩

    পুরুষদের কপালে অস্পষ্ট রেখা কি আয়ুর কম হওয়ার চিহ্ন?

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম

    পুরুষদের কপালে অস্পষ্ট রেখা কি আয়ুর কম হওয়ার চিহ্ন?

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক: প্রত্যেক মানুষের কপালে কিছু চিহ্ন বা রেখা দেখা যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সে রেখার বিচার করে বলে দেওয়া যায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। এখানে পুরুষদের কপালের কিছু চিহ্ন নিয়ে আলোচনা করা হল।

    দেখে নেওয়া যাক পুরুষদের কপালের চিহ্নের কিছু বৈশিষ্ট্য:

    ) কপালে টানা টানা দুটি অর্ধচন্দ্রাকার রেখা থাকলে তা অতি সৌভাগ্য নির্দেশ করে থাকে।

    ) কপালের মাঝখান থেকে দু? রেখা আগাগোড়া থাকলে তার প্রায় ১০০ বছর আয়ু হয়।

    ) কপালে দুটি বড় রেখা থাকলে এবং তার উপর আরও তিনটি বড় রেখা থাকলে তার প্রায় ৬০ বছর আয়ু হয়।

    ) যার ললাট চওড়া উপরে চুল পর্যন্ত বিস্তৃত তার প্রায় ৮০ বছর আয়ু হয়।

    ) কপালের মাঝামাঝি বৃত্ত চিহ্ন থাকলে সে বহু কষ্টে অর্থ উপার্জন করে।

    ) কপালের কেন্দ্রে -৪টি স্পষ্ট অভগ্ন রেখা থাকলে সে প্রচুর অর্থ উপার্জন করে।

    ) কপালে স্বস্তিকা চিহ্ন থাকলে তা ললাটের শিরা দেখে বোঝা যায়, সেই জাতক প্রচুর অর্থ পায়।

    ) কপাল বিরাট উন্নত, শঙ্খের আকার হলে উঁচু-নিচু বা অর্ধচন্দ্রাকার হলে অতি সৌভাগ্য নির্দেশ করে।

    ) কপালে অনেক শিরা দেখা গেলে তার দুর্নাম হয় এবং সে পাপ কর্মে লিপ্ত হয়।

    ১০) বিরাট ঝিনুক আকার কপাল হলে সে প্রচুর বিষয়-সম্পত্তির মালিক হয়।

    ১১) কপালে ত্রিভুজ বা ধনুক চিহ্ন থাকলে সে সকলের প্রিয় হয়, বিশেষ করে নারীদের প্রিয় হয়।

    ১২) কপাল অর্ধচন্দ্রাকার দেখতে সুন্দর হলে রাজতুল্য অর্থ প্রাপ্তি হয়।

    ১৩) কপালে ত্রিশূল চিহ্ন থাকলে সে ধনী হয়, কিন্তু তার সাংসারিক দিকে আকর্ষণ থাকে না। সে স্বার্থশূন্য এবং পর দুঃখকাতর হয়। তার প্রায় ১০০ বছর আয়ু হয়।

    ১৪) যার কপাল উন্নত এবং রেখাহীন, সে প্রচুর ভ্রমণ করে খ্যাতিমান হয়।

    ১৫) নাসিকা উন্নত তীক্ষ্ণ প্রতিভাশালী লোকের চিহ্ন। বেশি ভোঁতা নির্দয়তার চিহ্ন। মধ্যম নাক শুভ লক্ষণ।

    ১৬) অস্পষ্ট স্পষ্ট ছোট বড় কয়েকটি রেখা থাকলে তার ৪৪/৪৫ বছর আয়ু।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    {{post.title}}

    {{ post.description }}

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…