এইমাত্র
  • রমজানে পাপমুক্ত থাকার চেষ্টা
  • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
  • সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক: রিজভী
  • জলদস্যুদের কবল থেকে জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
  • পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু
  • মাদারীপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ
  • রাজধানীতে মুষলধারে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপমাত্রা
  • ঈদুল ফিতরে যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে
  • ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বলা যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
  • রাঙ্গামাটিতে ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩
  • আজ মঙ্গলবার, ৫ চৈত্র, ১৪৩০ | ১৯ মার্চ, ২০২৪
    রাজনীতি

    এবার ঢাকায় ৪ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম

    এবার ঢাকায় ৪ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা: রাজধানী ঢাকায় নতুন কর্মসূচি নিয়েছে বিএনপি। এবার ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় ?পদযাত্রা? করবে দলটি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালন করবে।

    আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

    কর্মসূচির মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করা হবে। আর ৩১ জানুয়ারি দুপুর ২টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে পদযাত্রা শেষ হবে।

    অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে। আর ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে ?পদযাত্রা।

    এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

    মির্জা ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে সরকার।

    বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক, তাদের কথার উত্তর দিতে রুচিতে আটকায়, তাদের ও সরকারের বক্তব্যের জবাব দেওয়া হবে রাজপথে। যারা দিনের ভোট রাতে করে যারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেয়, তাদের মুখে বিএনপির নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কথা বলা মানায় না। তারা লজ্জা-শরমহীন।

    এক প্রশ্নের জবাবে মির্জাপুর বলেন, এই মুহূর্তে বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এ কর্মসূচি পালন করবে। তবে যুগপৎভাবে আমরা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব, আলোচনা করে তারা যদি থাকতে চায় কর্মসূচিতে তারাও থাকবে। দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলোও কর্মসূচিতে মাঠে নামবে। ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…