এইমাত্র
  • দিনাজপুরে শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
  • ঝিনাইদহে দুই উপজেলায় প্রতীক বরাদ্দ পেলেন ২৪ প্রার্থী
  • চুয়াডাঙ্গা এখন মরুভূমির দেশে, দিন দিন পানির স্তর নাম‌ছে নিচে
  • বৃষ্টির জন্য আকুতি, ইসতিসকার নামাজ মুসল্লিদের কান্না
  • পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন ইউপি চেয়ারম্যানরা
  • কক্সবাজারে সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা দাবি করে ‘টায়ার রাশেদ’
  • পদ্মা ব্যাংক ছেড়ে এনআরবিতে যাচ্ছেন তারেক রিয়াজ
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • তীব্র তাপদাহে পুরান ঢাকায় ৫ টাকায় মিলছে নবাবী গোসল
  • পটুয়াখালীতে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
  • আজ মঙ্গলবার, ১০ বৈশাখ, ১৪৩১ | ২৩ এপ্রিল, ২০২৪

    স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে রাজশাহীতে: কাদের

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:১২ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:১২ এএম

    স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে রাজশাহীতে: কাদের

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:১২ এএম

    অসীম কুমার সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গেলো ১৪ বছরে দেশের মত রাজশাহীও বদলে গেছে। দেশের বৈপ্লবিক উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়ন-অর্জনের বদলে যাওয়া দৃশ্যপটের ওপর গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন।

    শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল রাজশাহীর মাদ্রাসা মাঠে পরিদর্শনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

    স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে রাজশাহীতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর এক বছর বাকি। তাই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নৌকায় আবারও মানুষের সমর্থন ও ভোট চাইবেন বঙ্গবন্ধুকন্যা।

    তিনি বলেন, বড়-বড় দেশগুলো পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে, আমাদের মত ছোট-ছোট দেশগুলো সমস্যায় পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শক্ত হাতে দেশের হাল ধরেছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া তো বটেই, উন্নত দেশগুলোর চেয়েও বাংলাদেশের মানুষ সংকটের মধ্যেও ভালো আছেন। আওয়ামী লীগের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

    বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি যে পদযাত্রার কর্মসূচি পালন শুরু করেছে, তার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ?পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে।

    দলীয় সূত্র মতে, রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা। এর আগে, সকালে সারদা পুলিশ একাডেমি পরিদর্শন ও পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৫ প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহীকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় বিভাগজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

    এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরতি আসনের এমপি আদিবা আনজুম মিতা, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমূখ।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…