এইমাত্র
  • শুটিং শেষ না হতেই বিক্রি হয়ে গেল নিশোর প্রথম সিনেমা
  • শাকিবকে নিয়ে আলোচনা সমালোচনার নয় দিন
  • ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে শওকত আলী
  • ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বাবার মামলা
  • মাগুরায় ট্রাক চাপায় নিহত ২
  • আরাভ খানের অবস্থান কোথায়, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • রমজানের শুভেচ্ছা জানিয়ে মুসলিমদের উদ্দেশে জেলেনেস্কির আবেগঘন বার্তা
  • পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়েছে: শাকিব খান
  • সেই প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা
  • ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
  • আজ শুক্রবার, ১০ চৈত্র, ১৪২৯ | ২৪ মার্চ, ২০২৩
    জাতীয়

    সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম

    সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম

    সময়ের কন্ঠস্বর ডেস্ক: মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করায় সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি উঠেছে জাতীয় সংসদে।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ দাবি তুলেন।

    গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, কিডনি দান করে গেছেন ২০ বছর বয়সী কিশোরী সারাহ। এর মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি কর্নিয়াও দান করে গেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত।

    সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবেন বলে জানান আওয়ামী লীগের এই সংসদ সদস্য। তিনি এ সময় মানব অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গ দানের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গ দানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হানিফ।

    বর্তমান সরকারের শাসনামলে বিভিন্ন উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে; কিন্তু রাস্তায় দুর্ঘটনা ব্যাপক। এর কারণ চালক। তাদের অনেকেই নিয়মনীতি, ট্রাফিক আইন সম্পর্কে জানেন না। লেখাপড়া জানেন না। এজন্য লাইসেন্স দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

    সম্পর্কিত:

    {{post.title}}

    {{ post.description }}

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…